Header Ads Widget

নতুন রূপে আবার ও ঝলক দেখালেন জয়া আহসান

নতুন রূপে আবার ও ঝলক দেখালেন জয়া আহসান

জয়া আহসান, মডেলিং,সফল অভিনেত্রী

এই বাংলাদেশ আবার এই কলকাতা। অভিনেত্রী জয়া আহসান কখন কোথায় থাকেন বোঝা মুশকিল। তবে এটুকু বোঝা যায়, ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন তিনি। কারণ, ঢাকা-কলকাতা মিলে গত চার মাসে মুক্তি পাওয়া তাঁর বেশ কয়েকটি সিনেমা। দর্শকের ভালোবাসা ও প্রশংসাও পেয়ে সমান।



কাজের ফাঁকে মাঝে মধ্যেই নতুন নতুন ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। বুধবার রাতে নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। ছবি: ফেসবুক



এই ছবিতে জয়া আহসানকে ভিন্ন মাত্রায় ফ্যাশন করতে দেখা গেছে, তিনি বর্তমানে সফল অভিনেত্রীর তকমা গায়ে লাগিয়েছেন।এবং নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন।ব্যক্তি জীবন ও ক্যারিয়্যার জীবনে সফলতা অর্জন করেছেন।




ছবিতে নানা ভঙ্গিমায় দেখা গেছে জয়াকে। ক্যাপশনে কোনো কিছু না লিখলেও ছবি সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। ছবি: ফেসবুক






কালো পোশাকে জয়ার নতুন ছবি দেখে প্রসংশা করছেন ভক্তরা। একদিনে প্রতিক্রিয়া পরেছে ২৫ হাজারের বেশি। ছবি: ফেসবুক






এর আগে কলকাতায় মুক্তি পায় জয়া আহসার অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। এই সিনেমা মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। ছবি: ফেসবুক










জয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক






শোনা যাচ্ছে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর অভিনয় করতে যাচ্ছেন জয়া। এই সিনেমায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। যদিও নায়িকার বিষয়টি এখনো পরিস্কার করেননি নির্মাতা। ছবি: ফেসবুক








এর আগে জয়াকে গত ঈদের দেখা গেছে ঢাকার আলোচিত দুই ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায়। একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবি: ফেসবুক

Ttt







সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। ছবি: ফেসবুক প্রেম নিয়ে জয়া বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি-এসব কোনো কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড় বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’ ছবি: ফেসবুক





































Post a Comment

0 Comments