Header Ads Widget

এশিয়া কাপের আগে বড় ভাইকে হারিয়ে ধাক্কা খেলেন রশিদ খান

এশিয়া কাপের আগে বড় ভাইকে হারিয়ে ধাক্কা খেলেন রশিদ খান

হোটেল ছাড়ার আগে রশিদ খান কে বিদায় দিচ্ছেন, পাক ক্রিকেটরা।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান। এরই মাঝে বড় দুঃসংবাদ পেয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তার বড় ভাই হাজি আব্দুল হালিম শিনওয়ারি মারা গেছেন। এতে করে আফগান ক্রিকেট এ শোকের ছায়া পড়েছে।বেশ বড় দাগ কেটেছে সবাই মাঝে, রশিদ খানের ভাইয়ের মৃত্যুতে।


এমন দুঃখের সময়ে সতীর্থ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটারদেরও পাশে পেয়েছেন আফগান অধিনায়ক। রশিদের দাদার মৃত্যুর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার। রশিদের ভাইয়ের আত্মার শান্তি কামনা করেছেন তারা।

রশীদ খানকে বুকে জরিয়ে সান্ত্বনা দিচ্ছেন নাসিম শাহ






দাদার মৃত্যুতেও দল ছেড়ে যাননি রশিদ। খেলাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি। এক ভিডিওতে দেখা যায়, হোটেলে রশিদের সঙ্গে দেখা করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রশিদকে জড়িয়ে ধরে কথা বলেছেন তারা। তাকে সান্ত্বনা দিয়েছেন সবাই। 


ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ১৪৩ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রশিদ। সেই ম্যাচের পরই হোটেলে গিয়ে রশিদকে সান্ত্বনা দেন পাক ক্রিকেটারেরা। কবে ফিরে দলের সঙ্গে যোগ দিবেন,  এখনো জানা যায়নি। 


Post a Comment

0 Comments